বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


আরও ৩ গ্যাস ক্ষেত্রের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা ভোলায় নতুন তিনটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপক সৌমিত্র পাল চৌধুরী এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

এ সময় বাপেক্সের ভূ-তাত্ত্বিক জরিপের বরাত দিয়ে তিনি জানান, নতুন গ্যাস ক্ষেত্র তিনটি হলো- ভোলা ইলিশা-১, ভোলা নর্থ-২ ও টবগি-১। এসব ক্ষেত্রে ঠিক কী পরিমাণ গ্যাস রয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে কাজ চলছে, পরে জানা যাবে।

নতুন কূপ তিনটি খননে রাশিয়ান কোম্পানি গ্যাস ফ্রোম কাজ করবে উল্লেখ করে বাপেক্স উপ-ব্যবস্থাপক বলেন, ভোলায় ৬টি কূপ খননের কাজ চলছে। সন্ধান পাওয়া কূপগুলোতেও শিগগিরই খনন হবে। ফলে নতুন-পুরাতন মিলিয়ে এই জেলায় গ্যাস কূপ খননের সংখ্যা দাঁড়াবে ৯টিতে।

এর মধ্যে বোরহান উদ্দিনের শাহবাজপুরে ৪টি, শাহবাজপুর ইস্ট ও ভোলা নর্থ নামে আরো ২টি গ্যাস ক্ষেত্রে প্রায় ১ দশমিক ৩ টিসিএস (ট্রিলিয়ন কিউবিট ফিট) গ্যাস রয়েছে। সেখান থেকে প্রতিদিন ৬৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তলন করা হচ্ছে। যা ৪টি বিদ্যুৎ কেন্দ্র, একটি কারখানা ও গৃহস্থালীর কাজে ব্যবহৃত হয়, জানিয়েছে বাপেক্স।

এর আগে ১৯৯৩-৯৪ সালে প্রথমে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। পরে সেখানে ৪টি গ্যাস কূপ খনন করা হয়, যার মধ্যে প্রথম তিনটি থেকে গ্যাস উত্তেলন করা হচ্ছে এবং ব্যবহৃতও হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ