বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


খুলনার আবু নাসের হাসপাতালের করোনা ইউনিট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোগীর চাপ কমে যাওয়ায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট রোববার থেকে বন্ধ হচ্ছে। শনিবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রকাশ দেবনাথ জানান, খুলনায় করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় গত ৩ জুলাই এই হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছিল। পরে রোগীর চাপ কমে যাওয়ায় গত ১৯ সেপ্টেম্বর শয্যা সংখ্যা কমিয়ে আনা হয়। তখন শুধু ১০টি আইসিইউ শয্যা চালু রাখা হয়েছিল। কিন্তু গত ২৬ সেপ্টেম্বরের পর থেকে আর কোনো রোগী ভর্তি হয়নি।

তিনি জানান, রোগীর চাপ আরও কমে যাওয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি রোববার থেকে করোনা ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আইসিইউ ওয়ার্ডটি ভাইরাস মুক্ত করার পর আবার নতুন করে চালু করা হবে।

জানা যায়, খুলনা সদর হাসপাতালে করোনা ইউনিট বাদ দেওয়া হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। সেখানে এখন সাধারণ রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আবু নাসের ও সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও চালু রয়েছে ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতাল। রোববার সকাল পর্যন্ত সেখানে ৪১ জন রোগী ভর্তি ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ