বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


দু’সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত একমাস ধরে ঊর্ধ্বমূখী ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ ও মশুরের ডালের বাজার। গত একমাসের মধ্যে প্যাকেটজাত ভোজ্যতেলের দাম কেজিতে ৩০ টাকা আর খোলা তেলের দাম বেড়েছে ২০ টাকা। পেঁয়াজের দাম গত দু’সপ্তাহের মধ্যে খুচরা পর্যায়ে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে জানিয়েছেন, দেশে এখন পেঁয়াজের যে মজুদ আছে তা দিয়ে আগামী ১ থেকে দেড় মাস চলতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় দাম নিয়ন্ত্রণে রাখতে চার মাসের জন্য পেঁয়াজের উপর ৫ ভাগ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে রাজস্ব বোর্ডের কাছে।

দেশে পেঁয়াজের চাহিদা বছরে ২৫ লাখ টন, যার বিপরীতে উৎপাদন প্রায় ৩০ লাখ টন। উৎপাদন বেশি হলেও উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ নষ্ট হয়ে যায় নানা কারণে। যায় ফলে বছরে আমদানি করতে হয় প্রায় ৭ লাখ টন।

গত কয়েক বছর ধরে নতুন পেঁয়াজ ওঠার দু-এক মাস আগ থেকে পণ্যটির দাম বাড়তে শুরু করে। এবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। গত দু’সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দাম বেড়েছে সব ধরণের পেঁয়াজের। তাতে আরো দাম বাড়ার আশঙ্কায় বিক্রি বেড়েছে পেঁয়াজের।

শুধু পেঁয়াজই নয় বেড়েছে সব ধরণের ভোজ্য তেল, মশুর ডাল ও চিনির দামও। এমন পরিস্থিতিতে সচিবালয়ে দ্রব্যমূল্যের মজুদ, সরবরাহ, আমদানি এবং মূল্য পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার (১১ই অক্টোবর)। যেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ায় বাংলাদেশেও বেড়েছে। এখন দেশে পেঁয়াজ মজুদ আছে ৫ লাখ মেট্রিক টন। দাম সহনীয় রাখতে নজরদারী করবে বাণিজ্য মন্ত্রণালয়।

সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এএইচএম সফিকুজ্জামান বলেন, সম্প্রতি অত্যাবশ্যকীয় কয়েকটি পণ্যের (ভােজ্যতেল, চিনি, পেঁয়াজ ও মশুর ডাল) আন্তর্জাতিক মূল্যের প্রভাবে স্থানীয় বাজারে ঊর্ধ্বমূল্য পরিলক্ষিত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এএইচএম সফিকুজ্জামান বলেন, বর্তমানে জনস্বার্থে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশােধিত সয়াবিন, অপরিশােধিত পাম ও অপরিশােধিত চিনির শুল্ক কমাতে এনবিআরকে অনুরােধ করা হয়েছে। আমদানি করা পেঁয়াজের কোয়ারেন্টাইন পরীক্ষা দ্রুত সম্পন্ন করে আইপি ইস্যুকরণের জন্য কৃষি মন্ত্রণালয়কে অনুরােধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ