বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


পল্টনে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন থানাধীন ওই স্থান থেকে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বৃদ্ধা ওই এলাকায়ই থাকতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

নিহত বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ