আওয়ার ইসলাম ডেস্ক: পুরান ঢাকার বংশালে কেমিক্যালের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, রাসায়নিক পদার্থ বিক্রির দোকানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা সম্ভব হবে।
বংশালের ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশেই ক্ষতিগ্রস্ত দোকানটির অবস্থান। এর আগে সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
-এএ