বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


পুকুরে হেলে পড়া মসজিদ নির্মাণে আইসিটি প্রতিমন্ত্রীর অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুকুরে হেলে পড়া নাটোর শহরতলীর বড়ভিটা দাদাপুর জামে মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক (এমপি)।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য্য শফিউল আযম স্বপন, গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম, মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন বলেন, আইসিটি প্রতিমন্ত্রী মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতার অংশ হিসেবে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন এবং পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ