আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।
তিনি বলেন, বিমানবন্দর এলাকায় মহাসড়কে পুলিশ বক্সের দক্ষিণ পাশে রাস্তায় পড়েছিলেন রাহিমুল। ধারণা করা হচ্ছে, ভোরে কোনও একটি গাড়ি তাকে চাপা দিয়েছে। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে ভোর পৌনে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তার কাছ থেকে পাওয়া মোবাইল ও আইডি কার্ড থেকে পরিচয় জানা যায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছায়তির গ্রামের লুৎফুল কবিরের ছেলে রাহিমুল।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
-এএ