আওয়ার ইসলাম ডেস্ক: করোনার দীর্ঘ ১৮ মাস পর অবশেষে আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হচ্ছে সশরীরে ক্লাস কার্যক্রম।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহা. মুহাসিন উদ্দীন এবং সাবেক প্রক্টর ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষার্থীদের বরণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে গত ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে ক্যাম্পাস। হলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সার্বিক দিক সশরীরে তদারকি করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. ছাদেকুল আরেফিন।
ইতোমধ্যে আবাসিক হলগুলোতে সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উঠেছেন। এখনও পর্যন্ত করোনায় সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালার প্রসঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহা. মুহাসিন উদ্দিন বলেন, ‘হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে, ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহা. খোরশেদ আলম বলেন, সশরীরে ক্লাস কার্যক্রম কীভাবে চালানো হবে সেটি প্রতিটি বিভাগ ঠিক করে নেবেন। তবে এ বিষয়ে অফিশিয়াল নির্দেশনা এখনও বিভাগগুলোতে দেওয়া হয়নি।
-এএ