আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হিমস প্রদেশে ইসরায়েলের এক বিমান হামলায় এক সিরীয় সৈন্যসহ চারজন নিহত হয়েছে।
বুধবার এই স্থানীয় সময় রাত ১১টা ৩৪ মিনিটে এই হামলা করা হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রকাশিত খবরে জানানো হয়।
খবরে বলা হয়, হিমসের ঐতিহাসিক শহর পালমাইরার কাছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায়। হামলায় এক সিরীয় সৈন্য নিহত ও তিনজন আহত।
অন্যদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পালমাইরার টি ফোর বিমানঘাঁটির কাছে কমিউনিকেশন টাওয়ারসহ বেশ কিছু ইরানি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের এই হামলায় এক সিরীয় সৈন্য ও তিন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। হামলায় একইসাথে তিন সিরীয় সৈন্যসহ সাতজন আহত হয়েছে।
তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
-এএ