আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরে মা ও দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ইসমাঈল কলোনির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ডাকাডাকি করেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ দেখতে পাই আমরা।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
-এএ