আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত দেশে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন।
শনিবার (১৬ অক্টোবর) একদিনে সারা দেশে টিকা নিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জন মানুষ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ১১২ ডোজ।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন করেছেন ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন।
-এএ