আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া সরকারের বড় ভুল বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, কোরআন অবমাননাকে কেন্দ্র করে এ সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটেছে। কিশোর, মৌলভী সাহেবেরা ও ধর্মান্ধ ব্যক্তিরা এ হামলায় জড়িত।
তিনি বলেন, সরকারের উচিত এখনই ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপগুলোকে আর্থিক সহায়তা করা। সরকার একটি বড় ধরনের ভুল করেছে, সে ভুলটি ধরিয়ে দিতে চান তিনি।
এ প্রসঙ্গে গণস্বাস্থ্যের ট্রাস্টি বলেন, মাদরাসার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেটা বড় ভুল হয়েছে। সেখান থেকে এই ধর্মান্ধতার বীজ বপন হচ্ছে।
এ সময় তিনি বলেন, ‘দেশের ভালো লোকের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একজন। তিনি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু তাকে গোয়েন্দা বাহিনী বোকা বানাচ্ছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থার কথা বললেও তারা তার কথা রাখেননি।’
ডা. জাফরুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে কোনো দোষ নেই। তারপরও বলবো- তার এখনই পদত্যাগ করা উচিত।’ পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ঘটনার রাতে পুলিশ ও সাংবাদিকরা বিষয়টি নিয়ন্ত্রণ না করলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারতো।
এর আগে হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি। মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের পরিচালনায় সাংবাদিকদের কাছ থেকে প্রত্যক্ষ ঘটনার বিবরণী জানেন তিনি।
মতবিনিময় শেষে হাজীগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, হাজীগঞ্জ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন। পরে ওই ঘটনায় নিহত চারজনের মধ্যে রান্ধুনীমুড়া গ্রামের ফজলুল হকর ছেলে নিহত ইয়াছিন হোসেন হৃদয়ের বাড়িতে যান। সেখানে নিহতের বাবা-মায়ের সঙ্গে কথা বলে হৃদয়ের কবর জিয়ারত করেন।
-এটি