বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


রাজধানীর নিকুঞ্জ থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে জয়দেব কুমার দাস (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) রাতে খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার এস আই রাসেল পারভেজ বলেন, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে খাটে শায়িত অবস্থায় একটি লাশ দেখতে পায় পাই।

তিনি বলেন, মৃত ব্যক্তির নাম জয়দেব কুমার দাস। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাস করেছেন বলে জানতে পেরেছি। ৫ থেকে ৬ দিন আগে তিনি ঢাকায় এসে ওই বাসায় ওঠেন। পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন। আরও একজন হিন্দু চিকিৎসক ছিলেন। তিনি পূজার ছুটিতে বাড়ি গেছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধারের সময় তার হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল ও হাতে ক্যানোলা করা ছিল। ধারণা করা হচ্ছে, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ