বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


আইএফসির কাছে সহজ শর্তে ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বেসরকারি খাতের টেকসই উন্নয়ন ও কর্মস্থানের নতুন নতুন খাত তৈরিতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসিকে সহজ শর্তে ঋণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্বব্যাংক–আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর বার্ষিক সভা-২০২১ এর সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আইএফসির ভার্চুয়াল সভায় এ অনুরোধ জানান তিনি।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ “বাংলা বন্ড” ইস্যু করায় আইএফসি এ উদ্যোগের প্রশংসা করে।কোভিড-১৯ মহামারির সময় বেসরকারি খাতে বিশেষত ব্যাংক, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখায় আইএফসির প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ। এ সময় করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী।

সভায় বাংলাদেশের পুঁজিবাজারে “টাকা বন্ড” ইস্যুর বিষয়ে, সামগ্রিক আর্থিক খাতের সংস্কার, আইএফসির কান্ট্রি স্ট্র্যাটেজি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপির মাধ্যমে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।

সভায় আইএফসিকে বেসরকারি খাতের উন্নয়নে অনশোর টাকা বন্ড, পিপিপিসহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ প্রদানের অনুরোধ করেন। তিনি ২০৩১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিপুল বিনিয়োগের বিষয়টি তুলে ধরে আইএফসি’কে বাংলাদেশে পিপিপি এর মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্যও অনুরোধ জানান।

একই সাথে আইএফসিকে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য এগিয়ে আসতেও অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ