বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


দ্বিতীয় ধাপে খুলনার ১৪ ইউনিয়নে হাতপাখার প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত ১৭ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে খুলনা জেলার আওতাধীন ১৪ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন ডুমুরিয়া উপজেলার সদর (ডমুরিয়া) ইউনিয়নে মোঃ আব্দুস সালাম,মাগুরাঘোনা ইউনিয়নে মোঃ শফিকুল ইসলাম বিশ্বাস,ধামালিয়া ইউনিয়নে মাওলানা মোঃ কামরুজ্জামান, সাহস ইউনিয়নে সৈয়দ মোঃ মুস্তাফিজুর রহমান,রুদাঘোরা ইউনিয়নে মাওলানা মাহবুবুল আলম,খর্নিয়া ইউনিয়নে আহমদ আলী গাজী,গুটুদিয়া ইউনিয়নে মোঃকবির সানা।

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে মাওলানা তাওহিদুল ইসলাম সরদার,ভান্ডারকোট ইউনিয়নে মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী,রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে গাজী মোঃ জাহিদুর রহমান,শ্রীফলতলা ইউনিয়নে মাওলানা তাওহিদুল ইসলাম মামুন, নৈহাটি ইউনিয়নে মোঃ জাহিদুল ইসলাম টিএসবি ইউনিয়নে মোঃ সোহরাব হোসেন, ও ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মোহাম্মদ গোলাম সরোয়ার। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ২৫ জন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ