বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মারকাযুদ দিরাসাহ ঢাকায় ‘ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপন্ডেন্ট>

রাজধানীর মিরপুরস্থ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় ‘ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজের পরে মারকাযের মাদানী অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ‘ইসলামী ও আধুনিক অর্থব্যবস্থা’ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও মসজিদুল আকবার কমপ্লেক্সের মুফতী ও মুহাদ্দিস মুফতী মাসুম বিল্লাহ।

প্রায় দুই ঘণ্টাব্যাপী উপরোক্ত বিষয়ের অধীনে ‘পুঁজিবাজার: পরিচিতি কার্যক্রম ও এর শরীয়াহ বিশ্লেষণ’ বিষয়ে তিনি বিশদ আলোচনা করেন।

স্থানীয় সমাজসেবক আলহাজ শহিদ সরকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- মানারাতুল উম্মাহ-এর পরিচালক মুফতী সা’আদ বিন আব্দুস সামাদ, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা-এর নাজেমে তালীমাত মুফতী রায়হান আনওয়ার, সিনিয়র শিক্ষক মুফতী যোবায়ের খান, মুফতী নাবিল ওয়ালিদ প্রমুখ।

মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ