আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামীকাল (১৯ অক্টোবর) মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কুরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৫ দিনব্যাপী বাদ মাগরিব ও বাদ এশা দেশবরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন।
বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার ইসলামিক ফাউন্ডেশনের সাথে বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপি মহানবী সা. এর জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা স্কুল, কলেজ, আলিয়া, কওমি মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ক্বিরআত, আযান, হামদ-না’ত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা লিখন ও খুতবা লিখন।
ইসলামি বইমেলার আয়োজন: বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিন চত্বরে ১৯ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
ক্বিরাআত মাহফিল, হামদ-না’ত ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ক্বিরাআত মাহফিল, হামদ-না’ত ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে দেশের প্রখ্যাত ক্বারী ও শিল্পীরা অংশগ্রহণ করবেন।
দেশব্যাপী অনুষ্ঠানমালা: ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন ও ৭ টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
-এটি