আওয়ার ইসলাম ডেস্ক: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট সদর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন গতকাল রবিবার (১৭ অক্টোবর) রাত ৮টায় শাহপরানস্থ মারকাজুল হুফফাজ মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শাখার আহবায়ক মাওলানা উমর ফারুক এর সভাপতিত্বে ও সোলাইমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান।
কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন,সদর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দীন,সাধারন সম্পাদক মাও আশফাক আহমদ সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম আহবায়ক মাওলানা ফয়সল আহমদ,সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফিজ মাওলানা ফাহিম আহমদ কে সভাপতি মাওলানা সোলাইমান আহমদকে সাধারণ সম্পাদক মাওলানা নুমান সিদ্দিক কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত সিলেট জেলার যুগ্ম আহবায়ক মাওলানা ফয়ছল আহমদ।
-এটি