আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে ৩০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে তদন্তে নামার সাড়ে তিন মাসের মাথায় তদন্ত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
তার দাবি, ইভ্যালিসহ ই-কর্মাস কমিশনের ‘তফসিলভুক্ত’ নয়। তাই দুদক এ ধরনের অনুসন্ধান করবে না। দুদুক চেয়ারম্যান বলেন, মানিলন্ডারিংয়ের কথা যখন হয়েছিল তখন আমরা অনুসন্ধানে নেমেছিলাম।
তিনি বলেন, এটি গ্রাহকদের সাথে প্রতারণা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেই জন্য তা পুলিশ দেখবে, তা সিআইডি দেখবে। কেননা কমিশনের তফসলিভুক্ত না হওয়ায় এই তদন্ত দুদকের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে অর্থ পাচারের অভিযোগ কিভাবে দুদকের দায়িত্বের মধ্যে পড়ে না সে বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির বিষয়ে গ্রাহক ও মার্চেন্টের ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ পেয়ে গত ৮ জুলাই থেকে অনুসন্ধানে নামে দুদক।
-এটি