আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান দেশের সম্মানিত ইমাম ও খতীবগণের প্রতি আগামীকাল শুক্রবার জুমার খুতবায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার কথা আলোচনা করার আহ্বান জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সম্প্রতি কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ এবং ঘর বাড়ীতে যারা আক্রমণ করেছে তারা কিছুতেই ইসলাম ধর্মের সঠিক চেতনা লালন করে না। এসব দুর্বৃত্যপনাকে ইসলাম কিছুতেই সমর্থন করে না।
নেতৃদ্বয় বলেন, দেশের সম্মানিত খতীব ও ইমামগণের উচিৎ মুসল্লি এবং সাধারণ মুসলমান যুবকদের কাছে ইসলামের সম্প্রীতি, সৌহার্দ ও সৌন্দর্য সঠিকভাবে তুলে ধরা। কোন ঘটনায়ই যাতে মুসলিম যুবকরা সহিংস না হয়ে ওঠে, এজন্য সবাইকে ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা দেয়া ইমাম খতীব এবং ধর্মীয় নেতাগণের দায়িত্ব। নেতৃদ্বয় হাজার হাজার বেনামী মামলায় কাউকে হয়রানী না করার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান।
-এটি