আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করকে পাঠানো এক শোক বার্তায় তিনি মৃতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থ্যতা কামনা করেন।
ড. মোমেন প্রার্থনা করেন যে, এই ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা কষ্ট সহ্য করার শক্তি পাবেন। খবর বাসসের।
এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারতের কেরালা রাজ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভূমিধসের ফলে রাজ্যে অসংখ্য বাড়িঘর তলিয়ে এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
-এএ