বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


তিতুমীর কলেজ শাখার ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও সিনিয়রকে মারধরের অভিযোগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগ কর্মী মোরশেদ আলম, মো রাশেদ, সাইফুল ইসলাম এবং মিঠু।

সোমবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া।

রিপন বলেন, বহিষ্কৃতরা তিতুমীর কলেজ ছাত্রলীগ কর্মী। তারা নিয়মিত মিছিল মিটিং এ আসেন। মূলত ভ্যাকসিন নিতে গিয়ে হাসপাতালের দারোওয়ান এবং ভ্যাকসিক সেবার সাথে সংশ্লিষ্টদের সাথে ঝামেলা হয়। এরপর তারা টিকা কেন্দ্রে থাকা তিতুমীর কলেজের আরও এক সিনিয়রের মাথা ফাটিয়ে দেয়। যদিও আহত ওই সিনিয়রের পরিচয় বলেননি তিনি।

এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খাঁন জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন আপনাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ উল্লেখ করে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ঘটনাটি অধিকতর তদন্তের স্বার্থে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ