বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


নারায়ণগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় সিএসআরএম স্টিল কারাখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণের ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- বিল্লাল হোসেন (২৫), আরিফ (২৭), আব্দুল আলী (২৬), সোহেল (৩৫) ও লিটন (৩৬)। তারা সবাই পাগলা রসুলপুর এলাকায় থাকে।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রুবেল ভান্ডারী জানান, সকালে সবাই কারখানার ভেতরে লোহা গলানোর কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গলিত লোহা ছিটকে চারদিকে পড়তে থাকে। আর এতেই ওই পাঁচজন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে পাঁচজন দগ্ধ রোগী হাসপাতালে এসেছে। এদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, আরিফের ১১, আব্দুল আলীর ৫২, সোহেলের ১৩ ও লিটনের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ