আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দলের ঘোষণা আজ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নয়া পল্টনের প্রিতম জামান টাওয়ারে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের অফিসে দলের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
সোমবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে নুর। নুর বলেন, আগামীকাল আমরা বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে একটি রাজনৈতিক দলের ঘোষণা করতে যাচ্ছি।
এর আগে ২০২০ সালের জুনে নুর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন।
নুরুল হক নুর বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
-এএ