আওয়ার ইসলাম ডেস্ক: অধিকার আদায়ে প্রয়োজনে জামায়াতের সাথে জোটবদ্ধ হবে গণ অধিকার পরিষদ। এমন ঘোষণা দিয়েছেন গণ পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গণ অধিকার পরিষদ। এ সময় ছয় মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা অবশেষে গঠন করল নতুন রাজনৈতিক দল।
রাজনীতির খাতিরে দরকার হলে জামায়াতের সাথে জোটবদ্ধ হবে নতুন এই রাজনৈতিক সংগঠনটি। যদিও দল গঠনের প্রস্তুতি পর্যায়ে বার বার নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবি করে আসছিলেন দলটির নেতারা।
প্রয়াত রাজনীতিক সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
কোটা সংস্কার আন্দোলনের প্রায় সবাই আছেন এই দলের নেতৃত্বে। রাজনৈতিক দলটির স্লোগান ঠিক করা হয়েছে- জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। মূলনীতি হলো গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবগঠিত দলটির সদস্য সচিব নুরুল হক নূর জানান, বর্তমান সরকারের অধীনে যেন নির্বাচন না হয়, সেদিকে সচেষ্ট থাকবেন তারা। জোটের রাজনীতি নিয়ে প্রশ্নের জবাবে দলটির আহ্বায়ক রেজ কিবরিয়া বলেন, দরকার হলে যে কোনো দলের সাথে জোট বাঁধতে তৈরি আছেন তারা।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উত্থান ঘটে দলটির নেতাদের। বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ডাকসু নির্বাচনে ভিপিসহ বেশ কয়েকটি পদে নির্বাচিত হলে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তারা।
-এটি