বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

শায়েখ আহমদুল্লাহর ছেলের অবস্থার উন্নতি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর ছেলে আম্মারের অবস্থার উন্নতি হয়েছে। টানা ৮দিন আইসিইউতে থাকার পর গত রাতে তাকে কেবিনে আনা হয়েছে।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ নিজেই।

তিনি জানিয়েছেন, আমার ছেলে (আম্মার) ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্রিটিক্যাল স্টেজে চলে গিয়েছিল। তার প্ল্যাটিলেট ১০ হাজারে নেমেছিল, প্রেসার অনেক লো এবং নানা ধরণের জটিলতা দেখা দিয়েছিল। আপনারা তার জন্য দোয়া করেছেন, অনেকে ব্লাড দিয়েছেন মহান আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন।

তিনি আরো জানান,  তাকে ৪ ব্যাগ প্ল্যাটিলেট ও ৮ ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে। টানা ৮দিন আইসিইউতে থাকার পর গত রাতে কেবিনে আনা হয়েছে। আলহামদু লিল্লাহ ডেঙ্গুর সমস্যা এখন আর নাই। প্ল্যাটিলেটও ২লাখের উপরে আছে। তবে ডান হাতে রক্ত জমে বেশ কালো হয়ে আছে। এটা ডিপ রক্তনালীতে রক্ত জমাটের কারণে কিনা সে বিষয়ে ভাস্কুলার সার্জনরা পরীক্ষা নিরিক্ষা করছেন। আজ একজন সিনিয়র অর্থোপেডিক বিশেষজ্ঞও দেখবেন ইনশ আল্লাহ।

তিনি বলেন,  প্ল্যাটিলেট কালেকশান করতে গিয়ে বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংক-এর সেবা দেখে আমরা মুগ্ধ। খরচ কম, অথচ সার্ভিস খুবই দ্রুত ও ভালো।

‘ছেলেটার আশু রোগমুক্তির জন্য আবারো আপনাদের নেক দোয়া কামনা করছি। যেন খুব দ্রুত আগের মতো দাওয়াতী কাজে ফিরতে পারি। মহান আল্লাহ সব রোগীদের রোগমুক্ত করে দিন’ বলেন শায়েখ আহমদুল্লাহ ।

শায়েখ আহমদুল্লাহর ছেলে মুহাম্মদ আম্মার কুরআনে কারীমের হিফজ সম্পন্ন করেছে। এখন মাদারাসার পড়ার পাশাপাশি স্কুলে ক্লাস এইটে পড়ছে।

শায়েখ আহমদুল্লাহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত কয়দিনে আমার জানাশোনা মানবদরদী মুখলিস চিকিৎসকদের কাতের আরো দুই জন ডাক্তার আবিস্কার করেছি। তাদের একজন হলেন-ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ডাক্তার আশরাফুল আলম এবং অপরজন হলেন ইবনে সিনার ডাক্তার নুরুল্লাহ। মানুষের জন্য কাজ করা সব মানুষদের মহান আল্লাহ নিরাপদে রাখুন। তাদের কর্মের জন্য উত্তম বিনিময় দান করুন’।

শায়েখ আহমদুল্লাহ আরো জানান, অনেক দিন ধরে আমাদের লালিত স্বপ্ন- একটি অবাণিজ্যিক হাসপাতাল গড়ে তোলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন অচিরেই এ কাজটি শুরু করবে ইনশাআল্লাহ। কেউ (ঢাকার মধ্যে) জমি দান করে এই মহৎ কাজের পথপ্রদর্শক হতে পারেন। আর স্বপ্ন পূরণের জন্য একনিষ্ঠ দোয়ার মাধ্যমে যে কেউ আমাদের স্বপ্নের সহযাত্রী হতে পারেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ