বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


বিরোধী দল নির্মূলে নেমেছে সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিরোধী দল নির্মূলে নেমেছে সরকার। এ হামলার জন্য সরকারি দলই দায়ী।

আজ বুধবার (২৭ শে অক্টোবর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়টি পুরোটাই সাজানো। পরিকল্পিতভাবে এজেন্সি দিয়ে এসব করানো হয়েছে। দেশের বিভিন্ন সংকট থেকে দৃষ্টি সরাতেই এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।

দেশে সংঘটিত প্রতিটি ঘটনায় সরকারি দলের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ