আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ২০টি পরিবহনসহ ফেরি ডুবে যাওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই সমস্ত দুর্ঘটনার জন্য দায়ী মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ অচল ফেরি। সরকার -এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। সারাদেশের ফেরিঘাট গুলোতে চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা পূর্ণ অবস্থা। সেখানে দুর্নীতিতে ভরপুর। সরকার এই সমস্ত সেক্টরে সম্পূর্ণ ব্যর্থ। আর ফেরিঘাটের ব্যবস্থাপনা কর্তৃপক্ষও -এর দায় এড়াতে পারেন না।
সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই সমস্ত ফেরিঘাটে উন্নত মানের ফেরি অবিলম্বে সংযোজন করতে হবে।
-এটি