সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

ভারতের কাসগঞ্জে মুসলিম হত্যার বিচার ও উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি উত্তরপ্রদেশের কাসগঞ্জে পুলিশ হেফাজতে ৮ বছর বয়সী আলতাফের মৃত্যুতে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের কাছে দাবি করেছেন, উচ্চ আদালতে এ হত্যার তদন্ত ও বিচার করতে হবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের বিচারের আওতায় আনা উচিত এবং মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত।

মাওলানা মাদানি উত্তরপ্রদেশে ধারাবাহিক পুলিশ এনকাউন্টার এবং পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেছেন, এই সমস্ত ঘটনাগুলি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করা উচিত।

উল্লেখ্য, গতকাল রোববার জমিয়ত উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাসগঞ্জে গিয়ে ডিএম হর্ষ মাথুর ও এসপি বুট্রে রোহান প্রমোদের সঙ্গে দেখা করে আলতাফের বিচার দাবি করেন। একই সময়ে জমিয়তের প্রতিনিধি দল বাড়ি গিয়ে আলতাফের বাবা চাঁদ মিয়াঁ ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন। তাদের প্রতি সমবেদনা জানান। সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার বাবা চাঁদ মিয়া জমিয়তে উলামায়ে হিন্দের কাছে আবেদন করেন, তারা যেনো তার পক্ষে মামলা লড়েন। জমিয়তে উলেমা-ই-হিন্দের মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসমী ছাড়াও জমিয়তে উলেমা-ই-হিন্দের সংগঠক মাওলানা মুহাম্মদ ইয়াসিন জাহাজী, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহসভাপতি ডাঃ আজহার আলী শেড, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ