সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

সিরিয়ায় গ্র্যান্ড মুফতির পদ বিলুপ্ত ঘোষণা করলো বাশার আল আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ দেশের বহুদিন ধরে চলে আসা গ্র্যান্ড মুফতির পদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

গতকাল সোমবার একটি ডিক্রি জারি করে বিশেষ আইন পরিষদের ক্ষমতা প্রয়োগ করে এ পদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

জানা যায়, বাশার আল-আসাদ ২৪ নং লেজিসলেটিভ ডিক্রি জারি করেছেন, যা প্রজাতন্ত্রের গ্র্যান্ড মুফতির নাম দেওয়া এনডোমেন্টস মন্ত্রকের কাজ পরিচালনাকারী আইনের ৩৫ ধারা বাতিল করার শর্ত দেয়।

নতুন আদেশটি এনডোমেন্টস মন্ত্রকের ফিকহ কাউন্সিলের ক্ষমতাকেও শক্তিশালী করে, যার নেতৃত্বে একজন মন্ত্রী থাকবেন এবং মুফতির একজন সদস্য থাকবেন।

প্রেসিডেন্সিয়াল ডিক্রি কাউন্সিলকে মুফতিদের উপর অর্পিত কাজগুলি অর্পণ করে। এর মধ্যে রয়েছে চন্দ্র মাসের শুরু এবং শেষের তারিখ নির্ধারণ, চাঁদ দেখার প্রমাণ এবং ইসলামি নানান আইনশাস্ত্রের রায় ঘোষণা করা। ফতোয়া জারি করা এবং ফতোয়া দেওয়ার মান ও পদ্ধতি তৈরি করা।

এটিই প্রথম নয়, এর আগেও আসাদ সরকার ইসলামিক আইন ও মুফতির বিষয়ে আইন পরিবর্তন করেছেন। ২০১৮ সালে তিনি মুফতির জন্য তিন বছরের মেয়াদ নির্ধারণ করে একটি আইন পাস করেন।

কেউ কেউ মনে করেন, কুরআনের আয়াতের ব্যাখ্যায় সরকার ও মুফতিয়ানে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। মুফতি হাসানের কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে ফিকহ সায়েন্টিফিক কাউন্সিল কর্তৃক জারি করা কঠোর প্রতিক্রিয়ার কয়েকদিন পরই আসাদ সরকার গ্র্যান্ড মুফতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ