বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে জনগণকে শোষণ করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, এদেশে তেলের দাম বাড়ার কোন যুক্তিকতা নেই। কাজেই তেলের দাম অবিলম্বে কমাতে হবে। তেলের দাম বাড়িয়ে সরকার লুটেরাদেরকে সুযোগ করে দিয়েছে। ফলে সিন্ডিকেটগুলো সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে জনগণকে শোষণ করছে।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় থানা নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।

এদিকে হাজারীবাগ থানা শাখার দাওয়াতী সভা হাজারীবাগের কেরাতুল কোরআন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। ওয়ারী, শ্যামপুর, ডেমরা থানার দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, চকবাজার থানার সভায় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার, যাত্রাবাড়ী থানার দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, মুগদা থানার সভায় মুফতী আব্দুল আহাদ, সবুজবাগের সভায় হাফেজ মাওলানা নাযির আহমদ শিবলী।

ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানায় দাওয়াতী সভা : শুক্রবার বিকেলে কাওরান বাজারস্থ আশিয়ান রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে লোকজন অংশ নেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেণ, ইসলামের আদর্শ সর্বত্র পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনে অনুপ্রাণিত করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ