বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

‘ভারত বাংলাদেশকে সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত বাংলাদেশকে সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে ।

‘দুই দেশের যৌথ যাত্রার পরবর্তী ৫০ বছর উভয় পক্ষের জন্য আরো বেশি সন্তুষ্টি নিয়ে আসবে। ‘মৈত্রী দিবস’ এর মানে 'বন্ধুত্ব দিবস'। কিন্তু ‘মৈত্রী’র অর্থ অনেক গভীর’ বলেন তিনি।

সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী ‘মৈত্রী দিবস’ এর অনুষ্ঠানে তিনি বলেন, এটি এমন একটি সম্পর্ক যার গভীরতা রয়েছে এবং সাধারণের বাইরেও একটি তাৎপর্য বহন করে। এটি এমন একটি বন্ধন যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে।

এ উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রিংলা বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় ভারত বিশ্বের দ্বিতীয় দেশ ছিল। ভারত এটি করেছে। কারণ এটি বাংলাদেশিদের ন্যায়পরায়ণতার বিষয়ে নিশ্চিত ছিল এবং নিশ্চিত ছিল যে তারা বিজয়ী হবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ বঙ্গোপসাগর ও ৫৪টি নদী ভাগ করে নেয় এবং এগুলোকে জলপথ ও উপকূলীয় শিপিংয়ের মাধ্যমে কম কার্বন ফুটপ্রিন্ট সংযোগ তৈরি করতে কাজে লাগানো হচ্ছে। উদাহরণস্বরূপ, কার্গো এখন কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে আগরতলায় যেতে পারে।

শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত পাওয়ার গ্রিডের মাধ্যমে যুক্ত এবং একটি অভিন্ন জ্বালানি বাজার গড়ে উঠছে।

তিনি বলেন, আমি নিশ্চিত ভারত ও বাংলাদেশ, জলবায়ু কর্মসূচি ও উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে একটি সবুজ অর্থনীতি গড়ে তুলতে সহযোগিতা করবে।

সূত্র: ইউএনবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ