রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

নাইজেরিয়ায় বাসে আগুন লাগিয়ে ৩০ জনকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে অন্তত ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশটির সোকোতো প্রদেশে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে বুধবার (৮ ডিসেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তারা দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন গ্রামে বহুবার এ ধরনের আক্রমণ চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে ভ্রমণকারীদের ওপরও তারা হামলা চালিয়ে থাকে। এমনকি মুক্তিপণের জন্য এরই মধ্যে তারা দেশটির বহু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অপহরণও করেছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বরনোর পুলিশ বিভাগের মুখপাত্র সানুসি আবুবকর জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটিতে ২৪ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর আহত অবস্থায় মাত্র সাতজন বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীকালে তাদেরকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হতাহতদের উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় দুজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং নিহতের সংখ্যাও আরও অনেক বেশি। তারা বলছেন, মরদেহগুলো এতোটাই পুড়ে গেছে যে সেগুলোর পরিচয় শনাক্ত করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা কমপক্ষে ৩০টি মৃতদেহ গুনেছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ