বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

'প্রধানমন্ত্রীর মহানুভবতায় সাজাপ্রাপ্ত আসামী খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আজ বুধবার বিকালে ফেনী শহরের পিটিআই মাঠে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিকভাবে আমাদের মত-পার্থক্য আছে, কিন্তু আমরা চাই তিনি সুস্থ হোন। বেগম জিয়া সাজা প্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর মহানুভবতায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। অথচ ফখরুল সাহেবরা বলছেন, খালেদা জিয়াকে বাইরে যেতে দিন। কিন্তু এত সুবিধা নিচ্ছেন তা স্বীকার করেন না। দণ্ড স্থগিত করে তাকে চিকিৎসা নিতে দিচ্ছেন, আর কত মানবতা দেখাবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি বাইরে যেতে পারেন না। বাইরে যাওয়ার সুযোগ আছে কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে। রাষ্ট্রপতি দয়ালু তিনি ক্ষমা করে দিলেও দিতে পারেন। কিন্তু বিএনপি নেতারা ক্ষমা চাইবেন না।

হানিফ বলেন, তারা চায় খালেদা জিয়া মৃত্যুর মুখে যাক। এটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করতে চায়। তারেক রহমান তার মাকেও দেখতে আসেনি। কারণ তিনিও চান মায়ের মৃত্যুকে কাজে লাগাতে।

প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সূত্র: বাসস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ