বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে কুটুক্তি: আলালের বিরুদ্ধে ঢাকার পর শরীয়তপুর আদালতেও মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরের আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শামসুল আলমের আদালতে মামলাটি করেন শরীয়তপুর সদর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা হযরত আলী গণমাধ্যমকে জানান, আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাতে সারাদেশ উত্তাল। তার এই বক্তব্যের কারণে মামলা করেছেন জাহাঙ্গীর হোসেন। আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেনে।

জাহাঙ্গীর হোসেন জানান, আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিকালে কুশপুত্তলিকা পোড়ানো হবে। সেই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

কই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। এ ছাড়া একই ঘটনায় বুধবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক বিন ইদ্রিছ বাদী হয়ে এই অভিযোগ করেন। এরপর বুধবার সন্ধ্যা ৭টায় জয়পুরহাট সদর থানায় আলালের বিরুদ্ধে অভিযোগ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ