শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাস্তিকতা প্রচারের দায়ে সৌদিতে একজনের ১৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মত্যাগ করে নাস্তিকতার প্রচার চালানোর দায়ে ইয়েমেনের এক নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।

দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সৌদি আরবে যখন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংস্কারযজ্ঞ চলছে, তখন ব্লাসফেমিকে অপরাধ হিসেবে বিবেচনা না করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আলী আবু লুহুম (৩৮) নামের ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ভুয়া অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। আদালতের বিচারকরা বলেছেন, ওই দুটি অ্যাকাউন্ট যে ফোন নম্বর দিয়ে ব্যবহার করা হয়েছিল তা আবু লুহুমের।

সাক্ষী ছাড়াই অভিযুক্তদের এই বিচার অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলেছে, আদালত দেখতে পেয়েছেন, ওই দুটি অ্যাকাউন্ট থেকে যেসব টুইট করা হয়েছিল সেগুলোতে ধর্মত্যাগ, অবিশ্বাস এবং নাস্তিকতার প্রচার রয়েছে।

আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আবু লুহুমের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জনশৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ এবং জনসাধারণের নৈতিকতা নষ্ট করতে পারে এমন বিষয়বস্তু ছিল।

আবু লুহুমকে ‘নাস্তিকতা প্রচারের’ দায়ে দোষী সাব্যস্ত এবং ‘ধর্মত্যাগের’ জন্য ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। তবে তাকে নির্দিষ্ট কোন মন্তব্যের কারণে অভিযুক্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি আদালত।

ইয়েমেনের এই নাগরিকের কারাদণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে রিয়াদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবু লুহুমকে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের নাজরানের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ