বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

প্রতিদিন ৩ হাজার ক্ষেপণাস্ত্রের চতুর্মুখী হামলায় পড়বে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভবিষ্যতে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলে প্রতিদিন ৩ হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এ ধরনের যুদ্ধ মোকাবেলায় দেশটির সামরিক বাহিনী সক্ষম নয়। এমন কথা বলেছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত এক শীর্ষ সেনা কর্মকর্তা।

ইসরায়েলি ওই সাবেক সেনা কর্মকর্তা হচ্ছেন মেজর জেনারেল ইজহাক ব্রিক। তার উদ্ধৃতি দিয়ে সম্ভাব্য যুদ্ধ নিয়ে দেশটির গণমাধ্যম খবরও প্রকাশ করেছে। এতে ইসরায়েলি বাহিনীর সক্ষমতা ও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে।

জেনারেল ব্রিকির মতে, ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হলে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে প্রতিবেশী দেশগুলোতে থাকা ইরানপন্থীদের হামলা। সিরিয়া, ইয়েমেন ও ইরাকের এসব গেরিলা গোষ্ঠীগুলোর পাশাপাশি ফিলিস্তিনের গাজার হামাসের হামলা মোকাবেলা করতে হবে তেল আবিবকে।

এসব গোষ্ঠী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। সব মিলিয়ে প্রতিদিন গড়ে ৩ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে মিলিশিয়া গ্রুপগুলো। এর আগের সম্ভাব্য যুদ্ধে বহু ফ্রন্টে একসঙ্গে ইসরায়েলকে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছিলেন জেনারেল ব্রিক।

বেশ কয়েকবার তিনি বলেছেন, চতুর্মুখী এমন হামলা প্রতিহত করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী। দিনকে দিন এই বাহিনীর সক্ষমতা কমছে, বাস্তব এই সত্যকে উপেক্ষা করা ঠিক হবে না। ফলে একটি যুদ্ধ দেশটিকে অনেক বছর পিছিয়ে দিবে।

আগের যুদ্ধগুলোর চেয়ে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভবিষ্যতের যুদ্ধে, যা তুলনার বাইরে- এমন হুঁশিয়ারি দেন জেনারেল ব্রিক। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর গত মে মাসে তিনি বলেন, বিমানবাহিনী ইসরায়েলের বিজয় এনে দেয়ার যে বিশ্বাস জন্ম দিয়েছে, তা ধ্বংস হয়ে গেছে। ওই যুদ্ধে ইসরায়েলে ৪ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ