শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিদিন ৩ হাজার ক্ষেপণাস্ত্রের চতুর্মুখী হামলায় পড়বে ইসরায়েল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভবিষ্যতে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলে প্রতিদিন ৩ হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এ ধরনের যুদ্ধ মোকাবেলায় দেশটির সামরিক বাহিনী সক্ষম নয়। এমন কথা বলেছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত এক শীর্ষ সেনা কর্মকর্তা।

ইসরায়েলি ওই সাবেক সেনা কর্মকর্তা হচ্ছেন মেজর জেনারেল ইজহাক ব্রিক। তার উদ্ধৃতি দিয়ে সম্ভাব্য যুদ্ধ নিয়ে দেশটির গণমাধ্যম খবরও প্রকাশ করেছে। এতে ইসরায়েলি বাহিনীর সক্ষমতা ও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ নিয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে।

জেনারেল ব্রিকির মতে, ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হলে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখা দিবে প্রতিবেশী দেশগুলোতে থাকা ইরানপন্থীদের হামলা। সিরিয়া, ইয়েমেন ও ইরাকের এসব গেরিলা গোষ্ঠীগুলোর পাশাপাশি ফিলিস্তিনের গাজার হামাসের হামলা মোকাবেলা করতে হবে তেল আবিবকে।

এসব গোষ্ঠী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। সব মিলিয়ে প্রতিদিন গড়ে ৩ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে মিলিশিয়া গ্রুপগুলো। এর আগের সম্ভাব্য যুদ্ধে বহু ফ্রন্টে একসঙ্গে ইসরায়েলকে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছিলেন জেনারেল ব্রিক।

বেশ কয়েকবার তিনি বলেছেন, চতুর্মুখী এমন হামলা প্রতিহত করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী। দিনকে দিন এই বাহিনীর সক্ষমতা কমছে, বাস্তব এই সত্যকে উপেক্ষা করা ঠিক হবে না। ফলে একটি যুদ্ধ দেশটিকে অনেক বছর পিছিয়ে দিবে।

আগের যুদ্ধগুলোর চেয়ে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভবিষ্যতের যুদ্ধে, যা তুলনার বাইরে- এমন হুঁশিয়ারি দেন জেনারেল ব্রিক। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর গত মে মাসে তিনি বলেন, বিমানবাহিনী ইসরায়েলের বিজয় এনে দেয়ার যে বিশ্বাস জন্ম দিয়েছে, তা ধ্বংস হয়ে গেছে। ওই যুদ্ধে ইসরায়েলে ৪ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ