মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় খেলাফত মজলিসের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতরাতে ঢাকা থেকে বরগুনাগামী ‘অভিযান-১০’ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত ও বহু আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন,  মাঝনদীতে চলমান লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মন্তদ ও হৃদয় বিদারক। এ ঘটনার পুনরাবৃত্তি কোনভাবেই কাম্য নয়।

প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় সুগন্ধা নদীতে চলমান ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধ আহতদের দ্রুত সুচিকিৎসা দাবী করেন। নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ হতে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ