বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ গেরিলা ও ১ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে ৬ গেরিলা ও ১ সেনা জওয়ান নিহত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মীর পুলিশ ওই তথ্য জানিয়েছে।

আজ হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কুলগাম এবং অনন্তনাগ জেলায় পৃথক সংঘর্ষে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এরা সবাই ‘জঈশ-ই-মুহাম্মাদ’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।

কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘জেইএম’-এর ছয় সন্ত্রাসী দু’টি পৃথক সংঘর্ষে নিহত হয়েছে।

তিনি আরও বলেন, গুলিতে তিন সেনা সদস্য ও একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক জওয়ানের। জসবীর সিং নামে নিহত ওই জওয়ান পাঞ্জাবের তরনতারন জেলার বাসিন্দা ছিলেন। আজ সকালে সেনা কর্মকর্তারা জসবীর সিংয়ের পরিবারকে তার মৃত্যুর খবর জানান।

পুলিশের এক কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে একজন সেনা নিহত হয়েছে এবং গুলি বিনিময়ে আরও দুই সেনা এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, এই প্রথম গোটা কাশ্মীরে সন্ত্রাসীদের সংখ্যা দু’শোর নীচে নেমে এসেছে।স্থানীয় সন্ত্রাসীদের সংখ্যাও প্রথমবারের মতো একশোর নীচেয় নেমে এসেছে। বর্তমানে মাত্র ৮৫/৮৬ জন স্থানীয় সন্ত্রাসী অবশিষ্ট রয়েছে।

তিনি বলেন, ডিসেম্বরে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যাদের মধ্যে ৫ জন পাকিস্তানি। আমরা ২টি মার্কিন নির্মিত এম-৪ কার্বাইন রাইফেল, ১৫টি একে-৪৭, ২৪টির বেশি পিস্তল, গ্রেনেড, আইইডি উদ্ধার করেছি। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দারা সতর্ক অবস্থানে রয়েছে বলেও পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার মন্তব্য করেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ