মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা

ময়মনসিংহে করোনার 'বুস্টার ডোজ' প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বুধবার (২৯ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদেরকে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে এ টিকা প্রদান করা হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেন, করোনা টিকাদানের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বুস্টার ডোজ শুরু করতে পারছি- এটা মাননীয় প্রধানমন্ত্রীর সফল এবং দূরদর্শী নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন শুরু থেকেই সফলভাবে করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি গণটিকা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

বুধবার এ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিদিন ৬০০ জনকে বুস্টার ডোজের টিকা প্রদান করা হচ্ছে। মসিকের ইপিআই কেন্দ্রে আজ (বুধবার) বিএমএ ময়মনিসিংহ শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভূইয়া সহ ষাটোর্ধ্ব নাগরিকগণ অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কোভিড ১৯ এর ৩য় ডোজ বা বুস্টার ডোজের এসএমএস পেলে টিকা নেওয়ার সময় টিকাকার্ড সাথে নিয়ে আসার জন্য সকলকে অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ