মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা মসজিদ নির্মাণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ফখরুলের

খুলনায় বাবাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখলো ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাবাকে খুন করার পর লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিল ছেলে। ঘটনার প্রায় ৭ মাস পর বাবার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খুলনার রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে পুলিশ ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহত ভ্যানচালক এনামুলের (৫০) লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে নিয়ামুল ইসলাম (১৮) ও তার সহযোগী জুম্মানকে (৪০) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে খুন করার বিষয়টি স্বীকার করেছে ছেলে নিয়ামুল।

এর আগে গত বুধবার নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে (১১) মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবার হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে অভিযুক্ত নিয়ামুল পালিয়ে যায়। সে দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ পলাতক ব্যক্তিকে আটক করে এবং এনামুল হকের গলিত লাশ উদ্ধার করে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ বলেন, প্রায় ৭ মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে এ হত্যার ঘটনা ঘটে। রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে নিয়ামুল তার সহযোগী জুম্মানকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে বাবা এনামুল হককে হত্যা করে। ওই রাতেই বাবার মরদেহ নিয়ামুল তাদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।

এদিকে, এই ঘটনায় নিহতের ভাই শেখ আলাউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান। নিহতের লাশের কংকাল ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলা জানা গেছে।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ