মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা

শ্রীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।
গাজীপুর প্রতিনিধি>

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন সহ তার কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন।

আজ রোববার (২ জানুয়ারি) বিকাল ৪টার সময় বরমী বাজার জনতার মোড়ে এই মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন সরকার ভোটারদের উপর চাপ প্রয়োগ, কর্মী সমর্থকদের হুমকি প্রদানসহ আচরণবিধি লংঘন করে আসছে।

এসময় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন অভিযোগ করে আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার নির্বাচনী গণজোয়ার দেখে নৌকার প্রার্থী নানা ভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।

তারা নিজেরা নৌকার অফিস ভাংচুর করে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে সহ আমার কর্মীদের প্রায় অর্ধ শতাধিক নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। সবশেষ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আনারস প্রতীকের বিজয়ী হবে আশাবাদী।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ