সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অনুমোদন ছাড়া গড়ে ওঠা ‘ছলিম উল্লাহ জেনারেল হাসপাতাল’ নামে এক প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘোড়াশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের অপরাধে হাসপাতালটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকার কারণে আগামী ২০ দিনের মধ্যে লাইসেন্স দেখাতে বলা হয়। অন্যথায় হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ