মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


কৃষক আলম! বিনা বেতনে আজান দিচ্ছেন তিরিশ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের দক্ষিণ পাড়া একটি মসজিদে তিরিশ বছর ধরে বিনা বেতনে আজান দিচ্ছেন আলম সরকার নামে এক কৃষক।

কৃষক আলমের বাড়ি পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের দক্ষিণ পাড়া এবং মৃত সিরাজউদ্দীন সরকারের ছেলে। জানা গেছে, তিরিশ বছর আগে লোহাগাছ গ্রামে শ্রীপুর টু রাজাবাড়ী রোডের পাশে প্রথমে তালগাছের পাতা নিয়ে মসজিদ ঘরটি নির্মিত হচ্ছিল।

এরপর মাটি দিয়ে তৈরি হচ্ছিল মসজিদটি। বর্তমানে ২ তলা ফাউন্ডেশন করে এক তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। সাইফুল ইসলাম সরকার নামে এক কানাডা প্রবাসীর মাধ্যমে মসজিদটির উন্নয়ন ঘটেছে।

আজ (১৪ জানুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে কৃষক আলমের কাছে জানতে চাইলে তিনি আওয়ার ইসলামকে বলেন,আজান দিতে আমি ভালোবসি এবং যতদিন পর্যন্ত চেঁচে আছি বিনা বেতনে আজান দেব ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ