মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


বঙ্গোপসাগরে র‌্যাবের অভিযান: ৬ জলদস্যু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১ টার দিকে খুরুশকুল ঘাট এলাকায় এক প্রেস ব্রিফিং- এ র‌্যাবের অধিনায়ক খায়রুল ইসলাম সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তবে, তৎক্ষনাৎ আটক জলদস্যুদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের অধিনায়ক বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুরা সাগরে বোট ডাকাতি, জেলেদের মারধর, সম্পদ লুট ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে মহেশখালী চ্যানেলে আমাদের পক্ষ থেকে সাগরে গোয়েন্দা তৎপরতা করি। পরে শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে তিনটি বন্দুক ও ১১ রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি আরও বলেন, উপকূলের পাশাপাশি সাগরেও ডাকাতদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জলদস্যুতার সাথে জড়িত ও তাদের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন র‌্যাবের এ অধিনায়ক।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ