শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

পেরুর প্রধানমন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পারিবারিক সংসিহতার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো তার প্রধানমন্ত্রী হেক্টর ভলার পিন্টোকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এই ঘোষণা দেন।

জানা যায়, ২০১৬ সালে পারিবারিক সহিংসতায় তিনি অভিযুক্ত হয়েছিলেন, সম্প্রতি এ কথা প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার প্রেক্ষাপটে নিয়োগ দেওয়ার মাত্র তিন দিন পর তাকে সরিয়ে দেয়া হলো।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আমি মন্ত্রিপরিষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ যার অর্থ প্রধানমন্ত্রী হেক্টর ভলার পিন্টোকে মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন।

বামপন্থী নেতা কাস্টিলো টেলিভিশনে দেওয়া ওই ভাষণে এ পরিবর্তনের ঘোষণা দেন। তবে ওই ভাষণে তিনি ভলার পিন্টোর নাম উল্লেখ করেননি। এর আগে এ বিষয়ে এক বৈঠকে বিরোধী দল এবং এমনকি কয়েকজন কেবিনেট মন্ত্রী সরকারে ভলার পিন্টোকে না রাখার বিষয়ে মতামত দেন।

এদিকে, প্রেসিডেন্ট নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করার কথা বলায় ছয়মাস আগে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার চতুর্থ মন্ত্রিপরিষদ গঠন।
একই দিনে প্রেসিডেন্ট তাকে বরখাস্তের ঘোষণা দেওয়ার আগে কংগ্রেস স্পিকার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।

এছাড়া তিনজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জও করেন। পররাষ্ট্রমন্ত্রী সেজার লন্ডা এক টুইট বার্তায় লিখেছেন, ‘পাবলিক সার্ভিস কর্মকর্তারা এ ধরনের অভিযোগ থেকে মুক্ত।’

তবে ভলার পিন্টো সংবাদমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখান করে বলেন, পারিবারিক সহিংসতায় তিনি কখনো অপরাধী ছিলেন না। তিনি জোরদিয়ে বলেন, অনাস্থা পদক্ষেপ কংগ্রেসে পাস না হওয়া পর্যন্ত তিনি তার পদে থাকবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে ভলার পিন্টোর স্ত্রী ও ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে পারিবারিক সহিংসতার অভিযোগ আনেন। সম্প্রতি বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় ৬২ বছর বয়সী ভলার পিন্টো ব্যাপক চাপের মুখে পড়েন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ