শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

৫০ বছর যাবত নবীজির স্মৃতিস্থান ক্যামেরায় ধারণ করছেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।।

অলিদ শিলবি একজন সৌদি নাগরিক। ঐতিহাসিক স্থনসমূহ পরিদর্শন করছেন ৫০ বছর যাবত। নবী করিম সা.-এর স্মৃতি বিজড়িত বরকতময় ঐতিহাসিক স্থান ক্যামেরায় ধারণ করার উদ্দেশ্যে তিনি ভ্রমণ করে থাকেন। ব্যবহার করেন উচ্চমানের ডিজিটাল ক্যামেরা। ফটোগ্রাফির লক্ষ্যে তিনি দুনিয়া ভ্রমণ শুরু করেছেন ১৯৭০ সাল থেকে।

সংবাদ মাধ্যম আল আরাবিয়া ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে গত বুধবার তিনি জানান, নবী করিম সা.-এর পবিত্র জীবনী এবং নবীজি সা.-এর স্মৃতিস্থানগুলি অনুসন্ধান করা আমার বিশেষ নেশা। স্থানগুলি সঠিকভাবে খুঁজে পেতে আমি সিরাত বিষয়ক প্রাচীন কিতাব অধ্যয়ন করি। সে অনুযায়ী স্থানগুলি ভ্রমণ করি।

অলিদ শিলবি আরো জানান, ক্যামেরায় নবীজি সা.-এর পদধূলিমাখা পবিত্র স্থানসমূহ ধারণ করার জন্য আমি মক্কা, মদিনা, হিজরত রোড, গারে সাওর, গারে হেরা, তায়েফ, বদর, খয়বর ইত্যাদি স্থানগুলি সফর করেছি। এসব স্থানের ছবি বিস্তারিত ক্যামেরা ধারণ করার চেষ্টা করেছি।

তিনি বলেন, ফটোগ্রাফি পূর্বের মত নেই। এখন ফটোগ্রাফি বিশাল এক আকর্ষণীয় জগত। বিশে^র বিভিন্ন প্রান্তে স্থিরচিত্রের প্রদর্শনী হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণ পেশাদার ফটোগ্রাফারের ফটোগ্রাফি পোস্ট হয়। তাদের প্রচুর ভক্ত রয়েছে। পোস্টের নিচে ভক্তবৃন্দ নিজেদের ভালোলাগা প্রকাশ করে থাকে।

অলিদ শিলবি আরো বলেন, আমার ফটোগ্রাফির উদ্দেশ্য হল, ইসলামের ঐতিহাসিক স্থানসমূহের সঠিক পরিচিতি সহজ করা। এভাবে নবী-রাসুলগণের আ. স্মৃতি বিজড়িত পবিত্র স্থানগুলির পরিচয় সংরক্ষণ করা। (সূত্র: আল আরবিয়া ডটকম)

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ