মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


গোয়াইনঘাটে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থানা এলাকাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো- ডালিম আহমদ, পিয়ারা বেগম (৫৫) সোলায়মান, আব্দুর রশিদ (৫০), রফিক উদ্দিন ও লুৎফুর রহমান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেবের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই প্রলয় রায়, এসআই লিটন রায়, এসআই মোঃ জহিরুল ইসলাম খান, এসআই অজয় রায়, এএসআই সত্যজিৎ তালুকদার ও এএসআই নয়ন রায়সহ সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, আগামি দিনেও পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিকনির্দেশনা মোতাবেক আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ