মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


খাগড়াছড়িতে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

"ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা" ও "মানুষ মানুষের জন্য" এই শ্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কদমতলী জেলা পরিষদ বাংলোতে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

খাগড়াছড়ি সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) এর পক্ষ থেকে শীতবস্ত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৫শ’ জন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষকে শীতবস্ত্র এবং ১শ’ জন এস.এস.সি ও এইস.এস.সি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে চাই। তাই আমাদের চারপাশে যে অসহায় মানুষ রয়েছে তারা যেন শীতে কষ্ট না পায় এই কষ্ট নিবারণের জন্য আমাদের এই উদ্যোগ। তার সাথে সাথে আমাদের এলাকায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষাবৃত্তি দিয়েছি। যাতে তারা টাকার অভাবে পড়াশোনা বন্ধ না করে। আমাদের এমন উদ্যেগ সবসময় অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করেছি প্রকৃত মানুষকে এই শীতবস্ত্র এবং শিক্ষাবৃত্তি দিতে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, মনির হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ