মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


৪০ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ৮৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা ৪০ দিন তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করায় সিলেটের শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী মসজিদ ও তালিমুদ্দিন একাডেমী সিলেট-এর যৌথ উদ্যোগে ৮৪ জন কিশোরকে সাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত দশটায় কিশোরদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। এই সময় ছোট ছোট বাচ্চারা আবেগ-আনন্দে মেতে উঠে।

জানা গেছে, এই কিশোররা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার (প্রথম তাকবির) সাথে মসজিদে আদায় করত। ফাশাপাশি তালিমুদ্দিন একাডেমির দরসে প্রতিদিন এক ঘণ্টা কোরআন শরিফ তেলাওয়াত শেখাসহ জরুরি দ্বীনি শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করত।

বাইসাইকেল বিতরণ উপলক্ষে এর ব্যবস্থাপক ও মারকাযুদ দাওয়া আল ইসলামিয়ার মুদীর মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ বলেন, এটা কেবল শুরু। সারাজীবন নিয়মিত এই অভ্যাস বজিয়ে রাখতে হবে। সারাদেশে বিভিন্ন শহরে তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরী দ্বীনি আমলের ক্ষেত্রে এই জাতীয় উৎসাহ দেওয়ার চর্চা আরও বেশি করে শুরু হলে— নতুন প্রজন্মের দ্বীনি ও নৈতিক জাগরণের একটি নতুন যুগ শুরু হতে পারে।

এই উদ্যোগকে বাংলাদেশে নতুন প্রজন্মের ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে দারুণ সংযোজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

সাইকেল বিতরণের আগে পুরস্কারপ্রাপ্ত ও তাদের অভিভাবক এবং স্থানীয় মানুষদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- দেশের প্রখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়ার প্রধান মুফতি আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ, বরুনার শায়েখ দেশবরেণ্য বুজুর্গ রাশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খ মুহিব্বুল হক গাছবাড়ি, শায়খ মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী ও মাওলানা আবু হাসসান রাইয়ান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ